Social Icons

twitterfacebookgoogle plusrss feedemail

আপনার কম্পিউটারের Ram কে দ্বিগুন করে ফেলুন খুব সহজেই


বিসমিল্লাহীর রাহমানির রাহীম
কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
ক্লাসের ব্যাস্ততার জন্য নিয়মিত টিউন করা হয় না।  ব্যাস্ততার মাঝেও এই টিউনটি করলাম।
যেই বিষয় টি নিয়ে টিউন করেছি এই বিষয় টি হয়ত অনেকের জানা, তবুও করলাম
যদি কারও কাজে লাগে।এই বিষয় টা নিয়ে যদি কেউ আগে টিউন করে থাকেন তাহলে
আমি আন্তঃরিক ভাবে দুঃখিত।কথা না বাড়িয়ে কাজের কথায় আসি, এই সম্পর্কে যারা জানেন
না তাদের জন্য আমার আজকের এই আয়োজন।
আমার প্রথম প্রশ্ন Ram কি?
Ram হল Random Acess Memory বা অস্থায়ী মেমরী।
কম্পিউটারে Ram বেশি হওয়া প্রয়োজন কেন?
আমরা যে Program গুলো Run করি সেই Program গুলো Ram এর ভিতর দিয়েই Processor
এ আসে। তারপর  Processor তা Process করে। ধরুন, আপনার Ram 2GB এখন আপনি একটা
Program Run করবেন তা হল 5GB । এ হ্মেতে আপনার Ram 2GB করে ডাটা বহন করবে।
এই ভাবে যখন 5GB Processor এর কাছে পাঠানো শেষ হবে তখন Program টা Run হবে। তাই
Ram বেশি হওয়া প্রয়োজন।
আসুন দেখি আমরা কিভাবে Ram কে দ্বিগুন করতে পারি:
প্রথমে এই ভাবে Click করুন:

My computer> Right Click >Properties এ Click করুন। তাহলে এই রকম একটা Window আসবে:

এবার Advanced system setting এ
Click করুন।(উল্লেখ আমি Win7 এ কাজটা করতেছি। যারা Xp
চালান একটু খুজে দেখবেন।তবে এই রকমি হয়ত।) তাহলে এই রকম একটা Window আসবে:

এবার Performance এর Setting এ Click করুন।তাহলে এই রকম একটা Window
আসবে:

Advance এ Click করুন তাহলে এই রকম একটা Window আসবে:

Change এ Click করুন।তাহলে এই রকম একটা Window আসবে:

ঠিক চিহ্নটা উঠিয়ে দিন। ঠিক চিহ্ন উঠানোর পরে Custom নির্বাচন করুন। Custom নির্বাচন করে
initial size আপনার Ram এর দ্বিগুন আর Maximum size  আপনার Ram এর চারগুন দিয়ে Set
Button এ Click করুন। এবার ok করুন এবং যতগুলো Window আপনি বের করে ভিতরে গেছেন
সবগুলোতে ok ‍দিয়ে বের হয়ে আসুন।ব্যস কাজ হয়ে গেল। Computer Restart চাবে, Restart
দিলে কার্যকর হবে।ভাল লাগলে কমেন্ট করবেন।
উল্লেখ যে 1024MB=1GB ।

সবাই ভাল থাকুন। না পারলে Comment করে জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ পোষ্ট পড়ার জন্য । আপনার মুল্যবান মন্তব্য এর আশা করছি ।

 
twitterfacebookgoogle plusrss feedemail