Social Icons

twitterfacebookgoogle plusrss feedemail

আপনার মোবাইল dictionary অর্থ বলে দিবে. Talking Dictionary 9.0


ইংরেজি আমাদের মাতৃভাষা না হওয়ায় এ ভাষার ব্যবহার নিয়ে প্রতিমুহূর্তেই আমাদের ঝামেলা পেহাতে হয়, বিশেষ করে শব্দার্থ নিয়ে। এ জন্য আমরা মোটা আকৃতির ডিকশনারির সাহায্য নিয়ে থাকি। এতে প্রায়ই প্রয়োজনীয় শব্দ খুঁজে পেতেজান বের হবার উপক্রম হয়। তবে ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিকশনারি। অধিকাংশ ক্ষেত্রে এসব ডিকশনারির সুবিধা হ্যান্ডসেটে পাওয়া যায় না। আবার মোবাইলের জন্য ইংরেজি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অ্যাপ্লিকেশন সমৃদ্ধ ডিকশনারি থাকলেও এগুলো শুধু শব্দের অর্থ পর্দায় দেখাতে পারে। ফলে স্মার্টফোন থেকে সঠিক ইংরেজি উচ্চারণ শেখা সম্ভব হয় না। এ সমস্যার সমাধানে আছে টকিং ডিকশনারি। অ্যাপসটি অর্থ দেখানোর পাশাপাশি প্রতিটি শব্দের শুদ্ধ ব্রিটিশ উচ্চারণ পড়ে শোনাতে পারে। এতে হিন্দি, আরবি, ফ্রেন্স, জার্মান, স্প্যানিশ এবং ইতালিয়ান ভাষায় শব্দ শোনা যায়। বাড়তি হিসেবে তথ্যবহুল এ ডিকশনারিতে রয়েছে প্রতিটি শব্দের ইতিহাস, সমার্থক এবং বিপরীত শব্দ। তবে সীমাবদ্ধতা হচ্ছে, এতে বাংলা উচ্চারণ শোনার সুবিধা নেই।
Talking Dictionary 9 Box Smaller 236x300 আপনার dictionary অর্থ বলে দিবে

সিমবিয়ান এবং জাভা সমর্থিত যেকোনো হ্যান্ডসেটে অ্যাপসটি কাজ করবে।

 
সবাই অনেক বেশি ভালো থাকুন, নতুন নতুন আইডিয়া দিন আমাদের। এবং অবশ্যই নতুন নতুন পোস্টিং চালিয়ে যান, বিলীন করে দিন নিজের মেধা অন্যের মাঝে। হয়ত আপনার লিখা দেখে নতুন একজন লিখা শুরু করেবে, শুরু করবে তার মেধার প্রকাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ পোষ্ট পড়ার জন্য । আপনার মুল্যবান মন্তব্য এর আশা করছি ।

 
twitterfacebookgoogle plusrss feedemail