Social Icons

twitterfacebookgoogle plusrss feedemail

হুমায়ূন আহমেদ


হুমায়ূন আহমেদundefined
৬৩তম জন্মদিনে নিজ গৃহে হুমায়ূন আহমেদজন্ম১৩ নভেম্বর, ১৯৪৮
কুতুবপুর, ময়মনসিংহ, বাংলাদেশমৃত্যু১৯ জুলাই, ২০১২ (৬৩ বছর)[১]
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রপেশালেখক, চলচ্চিত্র নির্মাতাজাতীয়তাবাংলাদেশিবংশদ্ভূতবাঙালিনাগরিকত্ববাংলাদেশকার্যকাল১৯৭২-২০১২ধরনউপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, জীবনী, কলামউল্লেখযোগ্য পুরষ্কারবাংলা একাডেমী পদক, একুশে পদকদাম্পত্য সঙ্গীগুলতেকিন (১৯৭৩-২০০৩)
শাওন আহমেদ (২০০৩-২০১২)সন্তাননোভা, শিলা, বিপাশা, নুহাশ, নিষাদ, নিনিতআত্মীয়মুহাম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব

ফেসবুকে নীল রঙের স্ট্যাটাস দিয়ে বন্ধুদের চমকে দিন


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমরা কম-বেশি প্রায় সবাই ব্যাবহার করে থাকি। আর এই ব্যাবহার এর মধ্যে অধিকাংশ সময়ে আমরা চ্যাট, লাইকস, স্ট্যাটাস আপডেট, কমেন্টস করে থাকি।
ফেসবুকের অধিকাংশ ব্যাবহারকারিই চান নিজের দেয়া স্ট্যাটাস, কমেন্টস অন্যদের নজর কাটুক। এবং সেই সাথে এর  ফিডব্যাক পান। সবসময়ই অন্যদের থেকে নিজেকে কিছুটা আলাদা করে উপস্থাপন করার প্রচেষ্টা।
ফেসবুকে সাধারণত সবার স্ট্যাটাস ও কমেন্টস কালো রং এর ফন্ট কালারে লিখা থাকে। কিন্তু আপনার দেয়া স্ট্যাটাস ও কমেন্টস যদি নীল রং এর ফন্ট কালারে লিখা হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। এবং সেই সাথে সহজেই অন্যদেরও নজর কাটবে।
নীল রং এর ফন্ট কালারে স্ট্যাটাস আপডেট বা কমেন্টস লিখতে হলে আপনাকে যা করতে হবে :
স্ট্যাটাস আপডেট বা কমেন্টস বক্স এ কার্সর রেখে নিচের কোড গুলো হুবহু টাইপ করে আপনার কাঙ্ক্ষিত কথা টাইপ করুন।
@@[1:[0:1:আপনার স্ট্যাটাস বা কমেন্টস লিখুন]]
তবে এ ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে কোডগুলো লিখার সময় কোডের মধ্যে কোন স্পেস দেওয়া যাবে না।

যেমন ধরুন, I am felling very much lucky লিখে স্ট্যাটাস আপডেট করতে চান তাহলে যেভাবে লিখবেন
@@[1:[0:1:I am felling very much lucky]]

লিখা শেষে পোস্ট বা শেয়ার করে দেখুন লিখাটি নীল রং এর ফন্ট কালারে প্রদর্শন করছে।

একটু নড়েচড়ে বসুন এখন আপনিই পারবেন মোবাইল দিয়ে জাভা সফট এডিট করতে ও Multimidlet বানাতে অমার প্রথম টিউন । আপডেটেড


আসস্লামুয়ালাইকুম সবাই কে ।
একটা কথা অনেকে সালাম পড়লেন ভাই সালামের উত্তর দিয়েছেন টাইটেল দেখে একটু স্বপ্নের মতো মনে হলনা? হ্যাঁ এখন আপনি ই পারবেন জাভা সফট এডিট করতে ও মাল্টিমিদলেত বানাতে । কিভাবে? অনেক খুজে খুজে এক এক টা তথ্য সংগ্রহ করেছি
তাহলে স্যর‍্য করি আমার প্রথম টিউন |
প্রথমে এখান থেকে ডাউনলোড করুন
আপনি যদি মোবাইল থেকে হন তাহলে প্রথমে এখান থেকে ডাউনলোড করুন এবং সফট টা ওপেন করে উপরের ফাইল টা এক্সাত করুন
আপনার যদি নোকিয়া মোবাইল হয় তাহলে  যে কোন অ্যাপ্লিকেশান এর
Option>application access> data access> read user data > ask first time এবং
Option>application access> data access>add and edit data > ask first time K‡i w`b সমস্যা হলে পিকচারটি দেখুন


 
twitterfacebookgoogle plusrss feedemail