Social Icons

twitterfacebookgoogle plusrss feedemail

IDM এর স্পীড বাড়ান!(একটু হলেও বাড়বেই বাড়বে)

কি খবর ভাইয়ারা? সবাই কেমন আছেন?
ঈদ/পূজা'র মার্কেট শেষ?
আর কি ভূমিকা দিব তা বুঝতে পারছিনা, তাই ডাইরেক্ট টিউন এ চলে যাই!

বাংলাদেশে সব কিছুই আছে,নেই শুধু ভালো নেট স্পীড।তাই আপনি যখন কিছু ডাউনলোড করেন তখন মজাটা ঠিকই বুঝেন!
ব্রডব্যান্ড/ওয়াইম্যাক্স ওয়ালারা খুব একটা পার্থক্য না বুঝলেও আমরা যাঁরা মডেম ইউস করি তারা দুঃখটা ঠিকই অনুভব করি।

তাই আমি আজ IDM এর স্পীড নিয়ে টিউন করব। এখন কথা হলো,আমি ট্রিক্স গুলো ব্যাবহার করে খুব উপকৃত হয়েছি। আপনাদের মধ্যে কেউ হয়ত কম উপকৃত হবেন আবার কেউ হয়তো বেশি।
তবে আমি কথা দিতে পারি যে, কেউ নিরাশ হবেন না!

_________________________________________________________

প্রথমে IDM OPTIMIZER এর কথা বলব......
এটা প্রথমে ডানলোড করুন।(২৯৮ কেবি)
mediafire
4shared

extract করার পর দেখবেন idm optimizer নামে একটা .exe ফাইলআছে। ডাবল ক্লিক করুন(পোর্টেবল)
এখন দেখবেন একটা উইন্ডো আসবে,নিচের চিত্রের মতো,"Maximize Now!" এ ক্লিক করুন।(ও একটা কথা, IDM চালু থাকতে হবে)

এরপর একটা উইন্ডো আসলে ওকে করুন। এবার IDM tray icon থেকেexit করে আবার চালু করুন, এবং মজা লুটুন! ;)
আমার বিশ্বাস স্পীড বারবেই। কারন আমি আমার বাংলালিঙ্ক এ ডাউনলোড স্পিড১৮/২১ কেবি পাই, কিন্তু এটা করার পর ২৭/৩৬ কেবি পাচ্ছি।(একবার, এক পলকের জন্য ৭৫ কেবি হয়ে গেছিলো)

_____________________________________________________________

এখন যেই ট্রিক্স টার কথা বলব, এতা আমি টিটি এরই একটা ভাইয়ার কাছথেকে জানতে পাই এবং গবেষণা করে জিনিস টা বুঝ তে পাই।

এটা খুব সহজ, আপনি কোনো কিছু ডাউনলোড করারপর যখন আইডিএম এর উইন্ডো আসে (মানে start dwnld/ dwnld later এর),তখন আপনি শুধু মিনিমাইজ করে রাখেন।
যদি আপনি একটা গান ডাউনলোড করেন তাইলে ৫/৭ মিনিট পর start dwnld এ ক্লিক করলে দেখবেন ডাউনলোড হয়ে গেছে।

এখন এটা কিভাবে কাজ করে বলছি...। আসলে এটা background এ ডাউনলোড হয়।
এখন আপনি বলবেন এতে লাভ কি? আরে ভাই লাভ আছে! আমি পরীক্ষা করে দেখেছি এতে তাড়াতাড়ি ডাউনলোড হয়।
আবার ধরুন আপনি যখন কোনো কিছু ডাউনলোড দিবেন তখন ব্রাউজিঙ্গের স্পীড কমে যাই, এটাতে কিন্তু খুব একটা কমে না। তাই ডাউনলোদ দিয়ে সার্ফিং করতে নো ভয়, অনলি ফুর্তি!
_______________________________________________________________

টিউন এর শেষে একটা টিপস, আপনারা যখন কোনো লিংক নতুন ট্যাব এ খুলতে যান, তখন অনেক সময় open ina new tab এ ডাবল ক্লিক পড়ে যায়,ফলে লোডিং হওয়া শুরু হয়,এই সমস্যা এড়াতে লিংক এর উপর মাউস এরscroll button(midle button) ক্লিক করুন,তাইলে এটা নতুন ট্যাব এ ওপেনহবে
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

সবাই ভাল থাকবেন!

<

মাত্র ৯৫ কেবির এক আজব গেম।.3d!!!!!!!!

আপনাদের সাথেআজ একটা আজব গেমশেয়ার করব। গেমটার সাইজ মাত্র 95 কেবি। আপনারা নিশ্চয়ই বলবেন আমি পাগল হয়ে গেছি।95 কেবির গেম আবার কি গেম হবে?? কিন্তু গেম এর গ্রাফিক্স এবং সাউন্ড এর সাথে সাইজ তুলনা করলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। । গ্রাফিক্স পুরা 3D!!!। আর সাউন্ড অসাধারন । 95 কেবির গেম আবার 3d হয় কেমনে?? কি বিশ্বাস হল না? না হলে ডাউনলোড করে দেখেন । ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?483bx2q4qaifj8f ডাউনলোড করার পর UNZIP করে fps ফাইলটা ওপেন করলেই হয়ে যাবে । তবে প্রথমে লোডিং হতে ১-২ মিনিট সময় লাগবে। তারপর ৯৫ কেবির 3d গেম উপভোগ করুন। পড়ার জন্য ধন্যবাদ।

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন রিজিউম সাপোর্ট সহ……!!!


আমি একদমই নতুন একজন টিউনার । আগে কখোনোই কোথাও টিউন করিনি । এইটা আমার জীবনের প্রথম টিউন । তাই আমার টিউনটা আপনার ভালো না লাগলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি । :(
যাই হোক মুল কথায় আসি । আমরা সবাই ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব ব্যবহার করি, আইডিএম দিয়ে ডাউনলোড ও করি । কিন্তু বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে । তারপরও আমরা অনেকেই Proxy ব্যবহার করে ইউটিউব ধুমসে ব্যবহার করতিছি । আজকে আমি সেরকমই একটা proxy website-এর address আপনাদের সাথে শেয়ার করব, এবং এই proxy website দিয়ে কিভাবে ইউটিউব থেকে resume সাপোর্ট সহ ভিডিও ডাউনলোড করা যায় সেইটা দেখাব ।

হুমায়ূন আহমেদ


হুমায়ূন আহমেদundefined
৬৩তম জন্মদিনে নিজ গৃহে হুমায়ূন আহমেদজন্ম১৩ নভেম্বর, ১৯৪৮
কুতুবপুর, ময়মনসিংহ, বাংলাদেশমৃত্যু১৯ জুলাই, ২০১২ (৬৩ বছর)[১]
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রপেশালেখক, চলচ্চিত্র নির্মাতাজাতীয়তাবাংলাদেশিবংশদ্ভূতবাঙালিনাগরিকত্ববাংলাদেশকার্যকাল১৯৭২-২০১২ধরনউপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, জীবনী, কলামউল্লেখযোগ্য পুরষ্কারবাংলা একাডেমী পদক, একুশে পদকদাম্পত্য সঙ্গীগুলতেকিন (১৯৭৩-২০০৩)
শাওন আহমেদ (২০০৩-২০১২)সন্তাননোভা, শিলা, বিপাশা, নুহাশ, নিষাদ, নিনিতআত্মীয়মুহাম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব

ফেসবুকে নীল রঙের স্ট্যাটাস দিয়ে বন্ধুদের চমকে দিন


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমরা কম-বেশি প্রায় সবাই ব্যাবহার করে থাকি। আর এই ব্যাবহার এর মধ্যে অধিকাংশ সময়ে আমরা চ্যাট, লাইকস, স্ট্যাটাস আপডেট, কমেন্টস করে থাকি।
ফেসবুকের অধিকাংশ ব্যাবহারকারিই চান নিজের দেয়া স্ট্যাটাস, কমেন্টস অন্যদের নজর কাটুক। এবং সেই সাথে এর  ফিডব্যাক পান। সবসময়ই অন্যদের থেকে নিজেকে কিছুটা আলাদা করে উপস্থাপন করার প্রচেষ্টা।
ফেসবুকে সাধারণত সবার স্ট্যাটাস ও কমেন্টস কালো রং এর ফন্ট কালারে লিখা থাকে। কিন্তু আপনার দেয়া স্ট্যাটাস ও কমেন্টস যদি নীল রং এর ফন্ট কালারে লিখা হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। এবং সেই সাথে সহজেই অন্যদেরও নজর কাটবে।
নীল রং এর ফন্ট কালারে স্ট্যাটাস আপডেট বা কমেন্টস লিখতে হলে আপনাকে যা করতে হবে :
স্ট্যাটাস আপডেট বা কমেন্টস বক্স এ কার্সর রেখে নিচের কোড গুলো হুবহু টাইপ করে আপনার কাঙ্ক্ষিত কথা টাইপ করুন।
@@[1:[0:1:আপনার স্ট্যাটাস বা কমেন্টস লিখুন]]
তবে এ ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে কোডগুলো লিখার সময় কোডের মধ্যে কোন স্পেস দেওয়া যাবে না।

যেমন ধরুন, I am felling very much lucky লিখে স্ট্যাটাস আপডেট করতে চান তাহলে যেভাবে লিখবেন
@@[1:[0:1:I am felling very much lucky]]

লিখা শেষে পোস্ট বা শেয়ার করে দেখুন লিখাটি নীল রং এর ফন্ট কালারে প্রদর্শন করছে।

একটু নড়েচড়ে বসুন এখন আপনিই পারবেন মোবাইল দিয়ে জাভা সফট এডিট করতে ও Multimidlet বানাতে অমার প্রথম টিউন । আপডেটেড


আসস্লামুয়ালাইকুম সবাই কে ।
একটা কথা অনেকে সালাম পড়লেন ভাই সালামের উত্তর দিয়েছেন টাইটেল দেখে একটু স্বপ্নের মতো মনে হলনা? হ্যাঁ এখন আপনি ই পারবেন জাভা সফট এডিট করতে ও মাল্টিমিদলেত বানাতে । কিভাবে? অনেক খুজে খুজে এক এক টা তথ্য সংগ্রহ করেছি
তাহলে স্যর‍্য করি আমার প্রথম টিউন |
প্রথমে এখান থেকে ডাউনলোড করুন
আপনি যদি মোবাইল থেকে হন তাহলে প্রথমে এখান থেকে ডাউনলোড করুন এবং সফট টা ওপেন করে উপরের ফাইল টা এক্সাত করুন
আপনার যদি নোকিয়া মোবাইল হয় তাহলে  যে কোন অ্যাপ্লিকেশান এর
Option>application access> data access> read user data > ask first time এবং
Option>application access> data access>add and edit data > ask first time K‡i w`b সমস্যা হলে পিকচারটি দেখুন


আপনার মোবাইল dictionary অর্থ বলে দিবে. Talking Dictionary 9.0


ইংরেজি আমাদের মাতৃভাষা না হওয়ায় এ ভাষার ব্যবহার নিয়ে প্রতিমুহূর্তেই আমাদের ঝামেলা পেহাতে হয়, বিশেষ করে শব্দার্থ নিয়ে। এ জন্য আমরা মোটা আকৃতির ডিকশনারির সাহায্য নিয়ে থাকি। এতে প্রায়ই প্রয়োজনীয় শব্দ খুঁজে পেতেজান বের হবার উপক্রম হয়। তবে ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিকশনারি। অধিকাংশ ক্ষেত্রে এসব ডিকশনারির সুবিধা হ্যান্ডসেটে পাওয়া যায় না। আবার মোবাইলের জন্য ইংরেজি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অ্যাপ্লিকেশন সমৃদ্ধ ডিকশনারি থাকলেও এগুলো শুধু শব্দের অর্থ পর্দায় দেখাতে পারে। ফলে স্মার্টফোন থেকে সঠিক ইংরেজি উচ্চারণ শেখা সম্ভব হয় না। এ সমস্যার সমাধানে আছে টকিং ডিকশনারি। অ্যাপসটি অর্থ দেখানোর পাশাপাশি প্রতিটি শব্দের শুদ্ধ ব্রিটিশ উচ্চারণ পড়ে শোনাতে পারে। এতে হিন্দি, আরবি, ফ্রেন্স, জার্মান, স্প্যানিশ এবং ইতালিয়ান ভাষায় শব্দ শোনা যায়। বাড়তি হিসেবে তথ্যবহুল এ ডিকশনারিতে রয়েছে প্রতিটি শব্দের ইতিহাস, সমার্থক এবং বিপরীত শব্দ। তবে সীমাবদ্ধতা হচ্ছে, এতে বাংলা উচ্চারণ শোনার সুবিধা নেই।
Talking Dictionary 9 Box Smaller 236x300 আপনার dictionary অর্থ বলে দিবে

সিমবিয়ান এবং জাভা সমর্থিত যেকোনো হ্যান্ডসেটে অ্যাপসটি কাজ করবে।

উইন্ডোজ এর Welcome Screen এ যুক্ত করুন নিজস্ব মেসেজ


এক্ষণ থেকে আপনি পারবেন উইন্ডোজ এর Welcome Screen এ নিজস্ব মেসেজ দিতে ।
নীচের পদ্ধতিটি অনুসরণ করুন আর যুক্ত করুন আপনার যেকোন মেসেজ ।

  • ১। Start>Run>Regedit টাইপ করে এন্টার চাপুন।

দারুন দারুন কিছু web browser funny Java script নিয়ে নিন…….


সালাম ও শুবেচ্ছা জানায় এই পেইজের সকল টিজে ও পাঠক ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করছে এই পেইজের উন্নতির স্বার্থে …আজকে আরেকটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে জাস্ট একটুখানি মজা আর কিছু না ..ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু …..চলুন তাহলে দেখে ফেলি কি জিনিস……….
আজকে আপনাদের কিছু ফানি জাভাস্ক্রিপট দিব যা ফায়ার ফক্সে কাজ না করলে গুগল চরমে অ্যাডরেসবারে কপি পেস্ট মারুন তার পরের মজা নিন মজা…
নিচের নিয়মে ট্রাই করুন ভাল মজা পাবেন ….

এবার দিলাম আপনার বন্ধুকে বোকা বানানোর দুটি জটিল জিনিস……..


আসসালাময়ালাইকম/আদাব,
সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোষ্ট শুরু করছি।
আজ আমি আপনাদের সাথে এমন দুটি জিনিস শেয়ার করবো যার মাধ্যমে আপনি আপনার বন্ধুকে বোকা বানাতে পারবেন। নিচে এর বিবরণ ও ডাউনলোড LINK দিলাম।
০১. COPYING :
এই জিনিসটি সবসময় দেখাবে যে আপনার PC তে ফাইল copy হইতেছে। এখন আপনি আপনার বন্ধুকে বোকা বানিয়া বলতে পারবেন যে বন্ধু ফাইল copy হইতেছে, দেরি করতে হইব। নিচে এর অনুরূপ একটি ছবি দিলাম ও ডাউনলোড LINK দিলাম।

ছোট্ট একটি সফট্ওয়ার আপনার কম্পিউটারে Refresh এর কাজ করবে


বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশ করি ভাল আছেন ।

আমরা আমাদের কম্পিউটারকে Refresh করার জন্য সাধারনত মাউসের Right বাটন ক্লিক করি । আবার অনেকেই কম্পিউটারকে Refresh করার জন্য Text ফাইল দিয়ে Tree তৈরী করে । কিন্তু আমি আপনাদেরকে বলবো এসব দিয়ে Refresh করা বাদ দিয়ে আমার দেয়া মাএ 24KB এর Refresh সফট্ওয়ারটি ব্যবহার করুন । যদি এই সফট্ওয়ারটি ব্যবহার করেন তবে আপনি নিজেই বুঝবেন সফট্ওয়ারটি আসলে কতটাকার্যকরী।

আজ আমি আপনাদের বলব কি করে আপনার windows 7 কে Genuine করবেন.



আজ আমি আপনাদের বলব কি করে আপনার windows 7 কে Genuine করবেন. সকালে নাস্তা করে কম্পিউটার চালু করে দেখি একটা ERROR মাথা আর কাজ করে না.আপনারা বলেন ধাম ধাম ERROR আসলে কি মাথা কাজ করে বলেন.এখানে ওই খানে এদিক ঐদিক খুজা খুজি করে কম্পিউটার টা কে ঠিক করলাম আপনার ও হতে পারে এই প্রবলেম তাই আপনাদের কে বলে দিতে চাই কি করে ঠিক করবেন আপনার windows 7 কে. খুজা খুজি করা যে কি কষ্ট কর কাজ..... তাই আপনাদের যেন কষ্ট না করাতে হয় তার জন্য এ টিউনস আশা করি আপনাদের ও কাজে আসবে..কোন কিছু যদি বুজতে প্রবলেম হয় আমাক বলবেন. আমি যদি আপনাদের জন্যে কিছু করতে পারি আমার ভালো লাগবে তাই আশা করি আপনারা comment করবেন.

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল


এখান থেকে প্রিন্ট করার উপযোগী ৪০০ কিলোবাইটের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।
আমার এক স্টুডেন্টের জন্য বানিয়েছিলাম। ভাবলাম শেয়ার করি সবার সাথে। অনেকেরই হয়তো কাজে লাগতে পারে। অধিকাংশই ইন্টারনেট থেকে সংগৃহীত। কিছু কিছু আমার নিজের বানানো।
গ্রুপ 1A: H Li Na K Rb Cs Fr
হায়রে! লি না কে রুবি সাজাবে ফ্রান্সে !
গ্রুপ 2A : Be Mg Ca Sr Ba Ra
বেগুনী, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ ।
গ্রুপ 3A : B Al Ga In Tl
বাংলাদেশ আওয়ামীলীগ গেলো ইন্ডিয়ার তালে!
গ্রুপ 4A: C Si Ge Sn Pb
চলো, সিলেট গেলে সানগ্লাস পাব ।
গ্রুপ 5A: N P As Sb Bi
নদীতে পানি আসে সব বিকালে ।
গ্রুপ 6A : O S Se Te Po
ও এস এসসি তে পড়ে ।
গ্রুপ 7A : F Cl Br I At
First Class British Indian Architect.
ল্যান্থানাইডঃ Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu
ছেলে , প্রীতি এন্ড পমসম । ইউরোপ গুড, তবে ডাইরিয়া হয় । আর টমেটো ইয়লো ব্লু !
অ্যাক্টিনাইডঃ Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr
থাকলে পাশে ইউ এনপি, পুঁথি আমার কমেনা। বিকেলে ক্যাফেতে আইনস্টাইন FM, মুড নষ্টের লহর ।
পর্যায়-১ : H He
Hi! He
পর্যায়-২ : Li Be B C N O F Ne
Lies Because Boron Can Not Oxide Florine and Neon.
পর্যায়-৩ : Na Mg Al Si P S Cl Ar
Nations Might Also Sign Peace Security Clause Argument.
পর্যায়-৪: Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn.
Scachin Tiendulkar Very (good) Cricketer Man (of the match) Feor (the) Country Niot (for) CuZn ((cousin))
পর্যায়-৫: Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
Y and Z – two friends – sing “Namba Teacher R-square” (Our teacher R-square) from “Paddy Again” to a Cd.

ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন, কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই!


ব্যক্তিগত ফোল্ডারের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। অনেকে আবার এই কাজটি করতে বিভিন্ন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে। কিন্তু কোন সফটওয়্যার ছাড়াই আপনার ব্যক্তিগত ফোল্ডারকে সুরক্ষিত রাখতে পারেন। এখন যে পদ্ধতি সম্পর্কে লিখছি, এই পদ্ধতি প্রয়োগ করে একই সঙ্গে ফোল্ডার হাইড এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।
নিচের ধাপগুলো অনুসরণ করুন।
  • প্রথমে এখানে ক্লিক করে সম্পূর্ণ কোড কপি করে নিন
  • নোটপ্যাড খুলে কোডগুলো পেষ্ট করুন

এবার চমকে দিন সবাইকে,নেম ছাড়াই ফোল্ডার খুলুন।


আসসালামুআলাইকুম।সবাইকে আমার প্রথম পোস্টে স্বাগতম।শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি নিয়ে লিখতে যাচ্ছি।কোনটা প্রথমে লিখবো সেটাই ভেবে পাচ্ছিলামনা।অনেক ভেবে এই বিষয়টি বেছে নিলাম।যেহেতু আমি নতুন তাই ভুল হওয়াটা সাভাবিক,হলে ক্ষমা করবেন। আমি এখানে নতুন তাই এই বিষয়ে আগে কেউ লিখে থাকলে আমাকে ক্ষমা করবেন।কম্পিউটারে সাধারনভাবে নাম ছাড়া ফোল্ডার খোলা যাইনা স্পেসবারের স্পেস ব্যাবহার করে।এর জন্য কোড ব্যাবহার করতে হয়।নামছাড়া ফোল্ডার খোলার জন্য যেকোন একটি ফোল্ডার নিন।এবার রাইট বাটনে ক্লিক করে রিনেমে জান

আপনার কম্পিউটারের Ram কে দ্বিগুন করে ফেলুন খুব সহজেই


বিসমিল্লাহীর রাহমানির রাহীম
কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
ক্লাসের ব্যাস্ততার জন্য নিয়মিত টিউন করা হয় না।  ব্যাস্ততার মাঝেও এই টিউনটি করলাম।
যেই বিষয় টি নিয়ে টিউন করেছি এই বিষয় টি হয়ত অনেকের জানা, তবুও করলাম
যদি কারও কাজে লাগে।এই বিষয় টা নিয়ে যদি কেউ আগে টিউন করে থাকেন তাহলে
আমি আন্তঃরিক ভাবে দুঃখিত।কথা না বাড়িয়ে কাজের কথায় আসি, এই সম্পর্কে যারা জানেন
না তাদের জন্য আমার আজকের এই আয়োজন।
আমার প্রথম প্রশ্ন Ram কি?
Ram হল Random Acess Memory বা অস্থায়ী মেমরী।
কম্পিউটারে Ram বেশি হওয়া প্রয়োজন কেন?
আমরা যে Program গুলো Run করি সেই Program গুলো Ram এর ভিতর দিয়েই Processor
এ আসে। তারপর  Processor তা Process করে। ধরুন, আপনার Ram 2GB এখন আপনি একটা
Program Run করবেন তা হল 5GB । এ হ্মেতে আপনার Ram 2GB করে ডাটা বহন করবে।
এই ভাবে যখন 5GB Processor এর কাছে পাঠানো শেষ হবে তখন Program টা Run হবে। তাই
Ram বেশি হওয়া প্রয়োজন।
আসুন দেখি আমরা কিভাবে Ram কে দ্বিগুন করতে পারি:
প্রথমে এই ভাবে Click করুন:

My computer> Right Click >Properties এ Click করুন। তাহলে এই রকম একটা Window আসবে:

এবার Advanced system setting এ
 
twitterfacebookgoogle plusrss feedemail